• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাত পোহালেই নির্বাচন, কে হচ্ছেন বাসাইলের পৌর মেয়র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

মঙ্গলবার (২১ জুন) টাঙ্গাইলের বাসাইলের পৌরসভার ভোট প্রয়োগ করবেন সাধারণ ভোটাররা পছন্দের প্রার্থীদের। দিনের শেষে কার গলায় পড়বে বিজয়ের মালা, সেই অপেক্ষায় পৌরবাসী। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিসলর নির্বাচনী শেষ পথসভা ও সকল প্রচার-প্রচারনা। শেষ সময়ে প্রচার-প্রচারনা, মিছিল ও পথসভায় মুখরিত ছিল বাসাইল পৌরসভার এলাকা। গত সোমবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার শেষ হয়।

পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী, কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী, ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করছেন।


আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম আটল (নারিকেল গাছ), ও কৃষক শ্রমিক জনতালীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু (গামছা) মার্কা নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার শেষ দিনে সকল প্রার্থীই গণসংযোগ, পথসভা সহ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত ছিলেন।

পৌরসভা  নির্বাচনে ৩ জন মেযর প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলরপদে  ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরপদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছ

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, ২১ জুন বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ১০ টি কেন্দ্রে ১৮ হাজার ৪৩৭ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল