• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে অবৈধ করাত কল মালিককে কারাদন্ড! ৩০ হাজার টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

 টাঙ্গাইলের সখীপুরে অবৈধ ভাবে করাত কল পরিচালনার অভিযোগে মো. আরিফ (৩৫) কে দুই মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই করাত কল সংশ্লিষ্টকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর এলাকায় পৃথক ভাবে এ দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ সালের আইন অনুযায়ি অবৈধ করাতকল মালিক মো. আরিফ (৩৫) কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সে দাড়িয়াপুর গ্রামের কিতাব আলীর ছেলে। এদিকে দুটি অবৈধ করাতকলের মালিক না পাওয়ায় করাতকল সংশ্লিষ্ট নায়েব আলীকে ১৫ হাজার টাকা ও রুবেল মিয়াকে ১৩ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ সালের আইন অনুযায়ি একজন অবৈধ করাতকল মালিককে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, ভোক্তা অধিকার আইনে দুইজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ করাতকল উচ্ছেদ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল