• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত কল্পে টাঙ্গাইলের কালিহাতীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কালিহাতী পৌরসভার সালেংকা জেলেপাড়া এলাকায় নির্মিত ৫টি ঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল