• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০ টি চায়না জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার ( ৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ৫০ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।


তিনি আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের চায়না জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল