• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এডমিট কার্ড না পেয়ে কুমুদিনী সরকারি কলেজ ছাত্রীদের অবস্থান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

 টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজে ছাত্রীদের এডমিড কার্ড না দেয়ায় কলেজের সামনে অবস্থান করছে ১ম বর্ষের ছাত্রী ও অভিভাবকরা। রোববার (৪ জুন) দুপুরে কলেজের সামনে প্রতিবাদ জানান তারা।


ছাত্রীদের অভিযোগ, ৭৫ভাগ অনুপস্থিত থাকলে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ৩৫ভাগ পর্যন্ত পরীক্ষায় অংশ করার সুযোগ দিয়েছে। তাহলে বাকি শিক্ষার্থীরা কি দোষ করেছে। তারা অস্থান কর্মসূচী চালিয়ে যাবেন বলেও জানান।

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল আলম জানান, কুমুদিনী সরকারি কলেজের ঐতিহ্য ধরে রাখতে কলেজ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এখন অর্ধবার্ষিকি পরীক্ষা চলছে তাই উপস্থিতির বিষয়ে জোর দিচ্ছি। প্রথমে ৭৫ভাগ উপস্থিতির সিদ্ধান্ত নেয়া হয়েছিল, এতে প্রায় ৯শত শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। পরে উপস্থিতির হার ৩৫ ভাগ করা হয়। তাতেও প্রায় ৪ শত শিক্ষার্থী দিতে পারবে না। পরবর্তীতে শিক্ষার মান বাড়ানো ও উপস্থিতির বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হবে। প্রয়োজনে এসব শিক্ষার্থীদের বিকল্প পরীক্ষার ব্যবস্থা করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল