• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিশ্ব তামাক মুক্ত দিবসে ভূঞাপুরকে তামাক চাষ মুক্ত ঘোষণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

“তামাক নয় ফসল ফলান” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়।

বুধবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা শেষে উপজেলা চত্বরে র‌্যালী বের করা হয়।


আলোচনা সভায় নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানা (ওসি) তদন্ত মো. লুৎফর রহমান, শিক্ষা অফিসার এমজি ইজদানী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহআলম প্রামানিক, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক টুকুসহ অন্যান্যরা।

অনুষ্ঠিনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী বছর থেকে ভূঞাপুরে আর কোন জমিতে তামাক চাষ হবে না। এবিষয়ে আমরা কৃষকদের সাথে আলোচনা করবো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল