• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে মা সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২৩  

শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।

স্কুলব্যাগ পেয়ে আয়েশা খাতুন, তৌফিদ হাসান ও জান্নাত বলেন, আমাদের কোনো স্কুলব্যাগ ছিল না। তাই অন্য সহপাঠীদের স্কুল ব্যাগ দেখে খারাব লাগতো। যার কারণে বই, কলম, খাতা নিয়ে স্কুলে আসা-যাওয়া করতে অসুবিধা হতো। এখন নতুন স্কুলব্যাগ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শুধু তাই না, কলম ও খাতাও উপহার পেয়েছি। এখন থেকে স্কুলে নিয়মিত আসব আমরা।


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খাতুনের সভাপতিত্বে মা সমাবেশ উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঁখি ভূইয়া, লিনজা খাতুন ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবু হানিফ প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ অংশ নেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল