• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মে ২০২৩  

টাঙ্গাইলের মধুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এমডি-২ সুইট জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব বরীন্দ্রশ্রী বড়ুয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়, কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার উপসচিব ড. মোহাম্মদ মনসুর আলম খান, কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দীক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।

শেষে ১২০ জন কৃষেকের প্রত্যেকের মাঝে দুই হাজার ২৫০ টি আনারসের চারা বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল