• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে সবুজ পৃথিবীর কমিটি গঠন ও গাছ রোপণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৩  

পরিবেশবাদি ও সেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবীর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার দেলদুয়ার শিল্পকলা একাডেমির হল রুমে মো. শাহ আলমের সভাপতিত্বে সাধারন সভার আয়োজন করা হয়।
সভায় সবার সম্মতিক্রমে মো. শাহ আলমকে সভাপতি ও বিপ্লব কর্মকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন সহ সভপতি মো. ফারুক উজ্জামান খান চঞ্চল, কার্তিক ভৌমিক, মো. ফরিদ আল মামুন, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সূব্রত চক্রবতী, অর্থ সম্পাদক মারুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী মোল্লাহ, দপ্তর সম্পাদক মো. এখলাছ খান, পরিবেশ বিষয়ক সম্পাদক হরিপদ দাস, ক্রীড়া সম্পাদক মো. সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি মিয়া, কার্যকরী সদস্যরা হলেন বৃষ্টি সাহা, লিজা আক্তার, সারোয়ার হোসেন, হালিম মিয়া, শেখ লিটন, মনির খান ও শহিদুল ইসলাম। সন্মানীত সদস্য আসাদুজ্জামান খান ডলার ও উপদেষ্টা করা হয়েছে রঘুনাথ বসাককে। পরবর্তিতে আরো দুই উপদেষ্টা যুক্ত করা হবে। কমিটি গঠন শেষে তাল গাছ রোপণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সভাপতি কবি আনোয়ার হোসেন নবীন। আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল