• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে ড্রেজারে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন, নষ্ট হচ্ছে ফসল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে ভূমি ধসে গিয়ে নদীর বুকে আবাদ করা পাঁকা বোরো ধান নষ্ট হয়ে যাচ্ছে। নদী পাড়ের বসত বাড়ীও ভাঙনের হুমকীতে পড়েছে।

সোমবার বিকেলে সরেজমিনে উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকায় গিয়ে দেখা যায়, ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে পাইপ লাইনের মাধ্যমে গ্রামের ভেতরে থাকা ডোবা ভরাট করা হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বারপাখিয়া গ্রামের বিদেশ ফেরত যুবক রফিকুল ইসলাম ড্রেজারটির মালিক। ড্রেজারে অবিরত বালু উত্তোলনের ফলে নদী পাড়ে আবাদ করা পাঁকা বোরো ফসল দেবে নদীতে বিলিন হয়ে যাচ্ছে।


নদীর পাড়ে বাস করা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, আমাদের আবাদ করা বোর ধান কাটার সময় হয়েছিল। ড্রেজার বসানোর পর পাকা ধান নদীতে দেবে গেছে।

ওই এলাকার বাসিন্দা এলাসিন ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন বলেন, ড্রেজারের বিকট শব্দে আমরা রাতে ঘুমাতে পারি না। মোবাইল ফোনে কারও সাথে তথ্য বিনিময়ও করতে পারি না। পাশাপাশি আমরা আতঙ্কে আছি। কখন যেন দেবে যায় আমাদের ঘর বাড়ী। কয়েক দিন আগে সহকারী কমিশনার (ভূমি) এসে পাইপ লাইন ভেঙে দিয়ে গিয়েছিল। কিন্তু তিনি এলাকা ত্যাগ করার পর পরই আবার পাইপ লাইন ঠিক করে বালু উত্তোলন শুরু করেছে।

এ বিষয়ে জানতে রফিকুলের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সূচি রানি সাহা বলেন, গত সপ্তাহে এলাসিন ইউনিয়নের বারপাখিয়ায় ধলেশ্বরী নদীতে বসানো ড্রেজারের পাইপ লাইন ধ্বংস করা হয়েছিল। ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল