• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুরে চেক জালিয়াতির ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল সিকদারকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মির্জাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পোষ্টকামুরী গ্রামের লতিফ সিকদার (ড্রাইভার) এর ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) বাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী মির্জাপুর থানার পরিদর্শক মো. গিয়াসউদ্দিন পিপিএম। তিনি বলেন, অনেক চেষ্টার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রুবেলকে আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল সেখানে তার এক আত্মীয়কে সাথে নিয়ে মোবাইল ফোন লোন দিয়ে ব্যবসা করে আসছিলেন।


কোর্টে মামলা করা কয়েকজন ভুক্তভোগী জানান, ভাল মুনাফার কথা বলে রুবেল তাদের কাছ থেকে টাকা নেন। কয়েক মাস ঠিকঠাক মতো ব্যবসায়ের হিসাব ও লভাংশ দিলেও হঠাৎ আত্মগোপনে চলে যায় রুবেল। এরপর টাঙ্গাইল আদালতে চেক ডিজঅনারের মামলা করেন তারা। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গ্রেপ্তার হওয়ার কথা শুনে ভোক্তভোগিরা মির্জাপুর থানা পুলিশকে ধন্যবাদ জানান।


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ৮ মামলায় সাজাপ্রাপ্তসহ ১০ মামলায় ওয়ারেন্টভুক্ত রুবেলকে গ্রেপ্তার করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তার ৬৬ মাসের সাজা হইয়াছে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রুবেল সিকদারকে আদালতে সোপর্দ করা হবে

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল