• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে আজ শনিবার বাসাইল উপজেলা কেন্দ্রীয় মাঠে “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ ” প্রাণীসম্পদ প্রদর্শনী- ২০২৩ আয়োজন করা হয়।

এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল সরকারি জাবেদা রুবিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান (আপেল), বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে আজাদ সহ আরও উপজেলার নেতা বিন্দু উপস্থিত ছিলেন।


উপস্থিত সকল বক্তাগণ বলেন বাংলাদেশের বড় একটি খাত প্রাণিসম্পদ খাত। এ খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এর উপকারভোগী আমরা সবাই। এ খাতে উৎপাদন না হলে দেশে খাদ্য ও পুষ্টির সংকট তৈরি হবে। এ খাত পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেকারদের স্বাবলম্বী করে, উদ্যোক্তা তৈরি করে, গ্রামীণ অর্থনীতি সচল করে।

উপস্থিত সকল বক্তাগণ  আরও বলেন, খাবারের একটি বড় যোগান আসে মাংস, দুধ ও ডিম থেকে। তাই এ খাতকে সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। সৃজনশীলতা নিয়ে এগিয়ে গেলে এ খাতে ভালো কিছু করা সম্ভব। এর পর উপস্থিত সকল অতিথিগণ সকল স্টল ঘুরে ঘুরে দেখেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল