• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে দুই ট্রাক শালগজারি কাঠ আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে মধুপুরের উপজেলার লাউফুলা ইউনিয়ন থেকে দুই ট্রাক শাল গজারির কাঠ উদ্ধার করেছে চালজানী বিট কর্মকর্তা।

গোপন সংবাদের ভিত্তিতে চাড়ালজানী বিটের রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং লাউফুলা পুলিশ ফাঁড়ির সহায়তায় দক্ষিণ লাউফুলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই ট্রাক শালগজারির কাঠ আটক করতে সক্ষম হন। রেঞ্জ কর্মকর্তা বলেন দির্ঘদিন যাবত ঐ এলাকায় শাল গজারির কাঠ মজুদ করে সেগুলো ছিড়াই করে এবং রাউন্ড কাঠ পাচার ও বিক্রি করে আসছিল। কাঠ আটক করলেও কাউকেই ধরা যায়নি। এই চক্রটি ধরার চেষ্টা অব্যাহত থাকবে। রেঞ্জ কর্মকর্তা বলেন এই কাঠ উদ্ধারের বেপারে এলাকার জনগণ যথেষ্ট সহযোগিতা করেন যা আমরা চিন্তাও করিনি।

আটককৃত শাল কাঠের মধ্যে ৬১ পিজ গজারির বলি ( মোটা কাঠ ) এবং বাদবাকি ছোট গজারি গাছের কাঠ রয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন মধুপুর সরকারি বন সংরক্ষক এবং উপকারী উপসহকারী বন সংরক্ষক উত্তর টাঙ্গাইল। এই উদ্ধার অভিযানে লাউফুলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং পুলিশগন সার্বিক সহযোগিতা করেন।

রেঞ্জ কর্মকর্তা বলেন – যেহেতু কোনো আসামি ধরতে পাইনি তাই মামলাও হবেনা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল