• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাশকতা প্রতিরোধে কালিহাতী থানা পুলিশের মহড়া

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরণের বিশৃংঙ্খলা ও নাশকতা প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে কালিহাতী থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ নভেম্বর) সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে উক্ত বিশেষ মহড়া দেয় থানা পুলিশ । 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুচক্রীমহল নাশকতা করতে ও আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে নাশকতা প্রতিরোধে কালিহাতী থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সার্বিক আইন শৃংঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে থানা পুলিশ। তিনি আরো বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বিশৃঙ্খলাকারী যে কেউ হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হস্তে দমন করা হবে। যে কোন ধরণের বিশৃংঙ্খলা ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সর্তকাবস্থানে রয়েছে কালিহাতী থানা পুলিশ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল