• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-ইয়ং স্পোটিং ফাইনালে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

সিটি ক্লাবকে ৮৩ রানে হারিয়ে ইয়ং স্পোটিং ক্লাব বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালে উঠেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্স, ঢাকা মেসার্স মাসুম ট্রেডার্স ও ঢাকা এস,বি,সি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আয়োজনে ১ম সেমিফাইনালে টস জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং স্পোটিং ক্লাব টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬২ রান করে।
দলের পক্ষে অতিথি খেলোয়াড় ঢাকা প্রিমিয়ার লীগের অলরাউন্ডার রাজিবুল সর্বোচ্চ ৭২ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম অপরাজিত ৬২ রান করে। বোলিংয়ে বিজিত সিটি ক্লাবের পক্ষে ঢাকা প্রাইম দোলেশ^রের অতিথি খেলোয়াড় জীবন ৪১ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে সিটি ক্লাব ৪৬ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অলআউট হলে ৮৩ রানে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করে। দলের পক্ষে নাজমুল ইসলাম দিপু সর্বোচ্চ ৫৭ রান করে। বোলিংয়ে বিজয়ী ইয়ং স্পোটিং ক্লাবের রাজিবুল, মিলন ও নাঈম প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
স্কোরঃ ইয়ং স্পোটিং ক্লাবঃ ৫০/৬ ওভারে ২২৬, নাজমুল ২৫, আদনান ১৭, সোহাগ ৬১, নাঈম ইসলাম ৬২, রাজিবুল ৭২, নাজমুল ইসলাম মিলন ০০, জোবায়ের ০০, পাপ্পু অপরাজিত ০৩, অতিরিক্ত ২০, বোলিং-সিটি ক্লাবঃ মারুফ ৮-১-৫৭-০, রানা ৩-০-২৬-০, জীবন ১০-১-৪১-৪, রাসেল ১০-১-৩০-২, রায়হান ১০-২-৪১-০, সিদ্দান ৮-০-৫৪-০, দিপু ১-০-৯-০
সিটি ক্লাবঃ ৪৬.৩/১০ ওভারে ১৭৯ , রানা ২২, জিসান ০১, রাজিব ৩০, সজিব ০২, দিপু ৫৭, জীবন ২৪, রায়হান ০৮,নিউটন ০৪,রাসেল ০৪, মারুফ ১৩, সিদ্দান ০১ অতিরিক্ত ১৩, বোলিং- ইয়ং স্পোটিংঃ সোহাগ ৪-০-২১-১, নাজমুল ৫-০১৭-০, রাজিবুল ৯-০-৩২-২, মিলন ১০-০৩৪-২, আদনান ৫-১-১৫-১, নাঈম ৮.৩-১-৩৮-২, জোবায়ের ৫-০-১৯-১।
খেলার ফলাফলঃ ইয়ং স্পোটিং ৮৩ রানে জয়ী। আম্পায়ারঃ মুজাহিদ স্বপন ও আসাদুর রহমান, স্কোরার শামসাদুল আকতার শামীম। আজকের খেলা(১৪/০২/২৩ইং) দ্বিতীয় সেমিফাইনাল- প্রগতিশীল স্বদেশী সংঘ বনাম ইয়ুথ ক্লাব।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল