• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফুটপাত দখল ও অবৈধ পার্কিং, ১৯ জনকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুর বাজারে অবৈধ মোটরসাইকেল পার্কিং ও ফুটপাত দখল করে দোকান করার অপরাধে ১৯ ব্যক্তিকে ২১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর অভিযান চটালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল।

ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, বাজারের বিভিন্ন রাস্তা দখল করে অবৈধ দোকান ও যেখানে সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণের ভোগান্তিতে পড়ে। এই ভোগান্তি দুর করতে বৃহস্পতিবার দিনভর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯ জনকে সর্বোচ্চ ২ হাজার এবং সর্বনিম্ম ৩০০ টাকা করে ২১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাজারের রাস্তা যানজটমুক্ত রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল