• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে এক বিদ্যালয়ে দৃষ্টি নন্দন ক্রিকেট খেলার মাঠ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

সবুজ ঘাসের মাঝে নানা রকম রঙে সাজানো হয়েছে একটি ক্রিকেট খেলার মাঠ। এ খেলার মাঠটি দেখলে যেকারো মনে হবে এটি একটি জাতীয় বা আন্তর্জাতিক কোন এক ক্রিকেট খেলার মাঠ। 

কিন্তু না, এই খেলার মাঠটি সেভাবেই সাজানো হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গেড়ামারা গোহাইলবাড়ী ক্রিকেট লীগ সিজন-৩ এর ফাইনাল ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুতি করা হয়েছে এ মাঠটি। স্থানীয় এ.পি.এল ক্রিকেট লীগ আয়োজিত দৃষ্টি নন্দন এ মাঠে ফাইনাল খেলায় অংশ নেবেন গাজীপুরের গ্র্যান্ড হাফসা গ্লাডিয়াটরস (মৌচাক) বনাম এপি স্পোর্টিং ক্লাব (টুঙ্গী)।

স্থানীয় ক্রিকেট প্রেমী লিমন তালুকদারসহ অনেকে জানান, কয়েক বছর ধরে এ মাঠে বিভিন্ন ধরণের খেলা চলে আসছে। তারমধ্যে ফুটবল ও ক্রিকেট খেলা বেশি হয়। কিন্তু এই খেলার মাঠে এরআগে কখনো কোন ধরণের ফাইনাল খেলায় জাতীয় বা আন্তর্জাতিকভাবে এ গ্রামের ভেতরে এমন দৃষ্টি নন্দন মাঠ সাজানো হয়নি।
এ ব্যাপারে ক্রিকেট খেলার আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক সোহেল আমির জানান, গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে এ.পি.এল ক্রিকেট লীগের উদ্যোগে আমরা ৩ বছর ধরে ক্রিকেট খেলা পরিচালনা করে আসছি। কিন্তু এভাবে খেলার মাঠ কখনো সাজানো হয়নি।
তারা আরও জানান, ফাইনাল খেলায় নানা বয়সী লোকজনের উপস্থিতি ও স্মরণীয় করে রাখতে এভাবে খেলার মাঠ সাজানো হয়েছে। শুক্রবার এ ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহম্মেদ শুভসহ আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ। মাঠে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল