• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এ সেমিনের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহাম¥দ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল। শেষে প্রবাসীর পাঁচ সন্তানের মাঝে ১৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল