• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখিপুরে বাল্যবিয়ে, যৌতুক,মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) উপজেলা পরিচালনা ওই উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র সহযোগিতায় উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম।


এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. রাসেল ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম চান মাহমুদ, কেজিকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, গজারিয়া শান্তিকুন্জ একাডেমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র ইউডিএফ মো. লুৎফর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল