• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল হাসপাতালে নারীসহ ছয় দালালের কারাদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ছয় দালালের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার ১৫ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।


দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান(৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া(৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া(৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ(৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া(৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে ওই দন্ড দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল