• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

টাঙ্গাইলের গোপালপুরে মহান বিজয় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় (১৫ ডিসেম্বর) শুক্রবার গোপালপুর উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়। স্থানীয় প্রশাসন এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ বার তোপধ্বন্নীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন স্বাধীনতা কমপ্লেক্সের চিরঞ্জীব শেখ মুজিব ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর গোপালপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় প্যারেড ও কুচকাওয়াজ। সুদৃশ্য মঞ্চে সালাম গ্রহন করেন এমপি ছোট মনির। সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক এবং ওসি মোশারফ হোসেন। এর আগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন উপজেলা প্রশাসন। কলেজ মাঠের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমপি ছোট মনির সহধর্মীনী ঐশী খান, অতিরিক্ত পুলিশসুপার গোপালপুর সার্কেল সোহেল রানা, মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীনসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজ। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, গান, আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বিকালে ছিল প্রীতি ফুটবল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল