• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে শিক্ষার্থীদের বৃত্তি দিলো শাজাহান আকন্দ ফাউন্ডেশন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক, তরুণ শিল্পপতি ও শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়ার তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবারও ৬ষ্ঠ ও ৭তম শ্রেণির মোট ৪১টি স্কুলের মোট ৩৭৮ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণির ১৮৪ জন ও ৭তম শ্রেণির ১৭৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ১৬ জন ও সাধারণ ক্যাটাগরিতে ২৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ ব্যাপারে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছি। শুধু বৃত্তি প্রদান নয়, উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ালেখার যাবতীয় খরচ প্রদান, তাদের উচ্চ শিক্ষা গ্রহণে আর্থিক অনুদান প্রদান, জামা কাপড়, বই খাতা প্রদান ও কন্যা দায়গ্রস্ত পিতা-মাতাকে তাদের সন্তানদের বিয়ের জন্য সব সুযোগ-সুবিধা প্রদান করা হয়। সবার সহযোগিতা পেলে আমরা আরও বৃহৎ পরিসরে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল