• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পরিচিতি অনুষ্ঠান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেলম কলেজের ২০২১-২০২২ সেশনের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে কলেজের বিপিপতি মিলনায়তনে এই পরিচিতি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, কলেজের উপাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র বসাক, ডেন্টাল ইউনিটের প্রধান জালাল উদ্দিন, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক মেজবা উদ্দিন এবং নবীন – প্রবীন শিক্ষার্থীবৃন্দ।
এর আগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ এবং বায়োকেমিষ্টি বিভাগের প্রধান অধ্যাপক রঞ্জন কুমার নাগ শপথবাক্য পাঠ করান।
এবছর এমবিবিএস কোর্ষে ১২০ জন এবং বিডিএস কোর্ষে ২৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এরমধ্যে এমবিবিএস কোর্ষে ৫৪ জন বিদেশী শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল