• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে আগুনে অটোচালকের ঘর পুড়ে ছাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে এক অটোচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আঠারোদানা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া বসত ঘরটি উপজেলার আঠারদানা গ্রামের হুরমুজ আলীর। সে পেশায় একজন অটোভ্যান চালক। ঘরে আগুন লাগার সময় বাড়িতে হুরমুজ ভূইয়ার ৫ বছরের নাতি(মেয়ের ঘরের ছেলে) সোহাগ ছাড়া আর সবাই বাড়ির বাহিরে ছিল।

ঘরে আগুন জ্বলতে দেখে সোহাগ ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কালিহাতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম মিয়া জানান, বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বাড়ির মালিক হুরমুজ ভূইয়ার দাবী আগুন লাগার ঘটনায় ঘরে থাকা ধান, চাউল, সরিষা,দলিলপত্র, ফ্রিজ, টিভি সহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল