• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইল পৌর শহরের দেওলা এলাকায় ‘মায়ের আঁচল’ নামক বেকারি কারখানায় অভিযান চালিয়ে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন ও লাইসেন্স না থাকায় এক কারাখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, মায়ের আঁচল বেকারীতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য পণ্য তৈরি করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এছাড়া ওই বেকারির লাইসেন্স না থাকার অপরাধে ওই বেকারীকে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল