• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল-২: ফাঁসির মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীও চান ধানের শীষ প্রতিক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য টাঙ্গাইলের দুটি আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন কিনেছেন তিন ভাই। এরা হলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং তার দুই ভাই যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা। 

গত মঙ্গলবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ও তার অপর দুই ভাইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন শামসুল আলম তোফা। 

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি হিসেবে ফাঁসির দন্ডপ্রাপ্ত হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও অন্য মামলায় কারাগারে রয়েছেন। 

তিন ভাইয়ের মধ্যে আব্দুস সালাম পিন্টু ও সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে এবং শামসুল আলম তোফা টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র কিনেন। 

শামসুল আলম তোফা জানান, আমার এবং অপর দুই ভাইয়ের দলীয় মনোনয়নপত্র কিনেছি। আমি মোট ৫টি মনোনয়নপত্র কিনেছি। 

টাঙ্গাইলের ৮টি আসন থেকে বিএনপির অনন্ত ৪০ থেকে ৫০ জন মনোনয়নপত্র কিনেছেন বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল