• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে যমুনার পাড়ে হয়ে গেল নদী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

নদীমাতৃক বাংলাদেশে নদী নিয়ে কতই না অসম্ভব সুন্দর সুন্দর গান রচনা হয়েছে। এবার সেই নদীকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর পূর্বপাড়ে হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
টাঙ্গাইল শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী এলেন মল্লিক, সাংবাদিক আব্দুর লতিফ তালুকদার, মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব দত্ত পল্টন, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ভূঞাপুর শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক সাজিদুল ইসলাম শহিদুল।
অনুষ্ঠানে ভূঞাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীরা নদী কেন্দ্রিক কোরাস গান দিয়ে শুরু করেন। একে একে গান পরিবেশন করেন এলেন মল্লিক, রবি কিশোর, সিনথিয়া ইসলাম, ঋতু, নিশা, উর্মী ও কাসফিয়ান কথা। কবিতা আবৃতি করেন মোস্তফা খলিল রাজু।
অনুষ্ঠানটি নদীর পাড়ে হওয়ায় বিকেলের পরিবেশে ভিন্নমাত্রা এনে দেয়। শিশু কিশোর বয়োবৃদ্ধ হাজারো দর্শক তা উপভোগ করেন। মহামারি করোনার কারণে দেশে কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল না। দীর্ঘ ১৮ মাস পরে এরকম একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে পেরে দর্শকরা উচ্ছাস প্রকাশ করেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল