• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির আনন্দ র‌্যালি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

 বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলে আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা। ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর আশরাফ হোসেন, সহ-সভাপতি গোলাম রব্বানী, শিক্ষক জিএম ফারুক, আবুল কালাম আজাদ, তাহাজ্জত হোসেন, নাজমুল করিম, জহিরুল ইসলাম, মো. ওছমান আলী, আব্দুল হামিক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষকদের দাবি তিনি বাস্তবায়ন করতেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং তার সফলতা কামনা করেন বক্তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল