• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

টাঙ্গাইল শহরের কাগমারা মেছের মার্কেট সংলগ্ন করিম মিয়ার পাঁচতলা ভবনের নিচে কূপ খুঁড়তে গিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মাটি চাপা পড়ে মো. কবির মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহত কবির মিয়া দেলদুয়ার উপজেলার গোমজানি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার জানান, স্থানীয় করিম মিয়ার বাড়িতে কূপ খুঁড়তে তিনজন শ্রমিক কাজ করছিলেন। কূপ খোঁড়ার শেষ পর্যায়ে উপর থেকে মাটি ধসে কবির মিয়ার উপরে পড়লে তিনি মাটিচাপা পড়েন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে মাটির নিচ থেকে কবির মিয়ার মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল