• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরের ১৪ জন শিক্ষার্থী পেলেন মেডিক্যালে ভর্তির সুযোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় চার হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিতের মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে এক সাথে ১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
 
সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.শাহানাজ বেগম নাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সখীপুর মেধাবী ছাত্রদের চারণভূমি। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থানসহ উপজেলার মোট ১৪ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণরা হলেন-
 
১. তানভীন আহমেদ- ঢাকা মেডিকেল কলেজ (মেধায়- ২য়)
২. নোমান- সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়- ২৩৫তম)
৩. শাশ্বত- সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়- ৩৩৮তম)
৪. রাকিবুর রহমান- শের-ই-বাংলা মেডিকেল কলেজ
৫. অর্পি-ময়মনসিংহ মেডিকেল কলেজ
৬. রামিজা আক্তার-মুগদা মেডিকেল কলেজ
৭. সায়মা-কুমিল্লা মেডিকেল কলেজ
৮. ফারজানা মীম-কুমিল্লা মেডিকেল কলেজ
৯. কানিজ ফাতেমা কণা- ফরিদপুর মেডিকেল কলেজ
১০. ইশরাক ইনান সাদিদ-পাবনা মেডিকেল কলেজ।
১১. ইশতিয়াক-পাবনা মেডিকেল কলেজ
১২. মারুফ-দিনাজপুর মেডিকেল কলেজ
১৩. সাইম আল রেজা-মুগদা মেডিকেল কলেজ
১৪. সাবিহা মাহবুবা তুলি-রাজশাহী মেডিকেল কলেজ
প্রসঙ্গত, গত রোববার (৪ মার্চ) ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সখীপুর উপজেলার ১৪ জন পরীক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল