• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে লকডাউন পালনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে পালন করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে সকালে মির্জাপুর পুরাতন বাসস্টান্ড, মসজিদ মার্কেট, কলেজ রোড শহরের বাজারসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালান মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল হক শেখ দিপু।
  
করোনা সংক্রমনরোধে মির্জাপুরের কয়েক দোকানপাট বন্ধ করে দিলেও উন্মুক্ত রয়েছে কাচাঁ বাজার ও মোদির দোকান যেখানে রয়েছে মানুষের মহাসমাগম । উপজেলার কয়েজন ব্যক্তি বলেন, এই সমাগমের কারনে করোনা ভাইরাস মানুষের মাঝে অতি দ্রুত ছড়াবে এমনকি আক্রান্তের পরিমানও আরও অতি দ্রুত বাড়বে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল হক শেখ দিপু জানান, করোনা সংক্রমণরোধে ইতিমধ্যে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য লোকজনদের সতর্কবানী ও কড়া নির্দেশনা দেয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল