• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

ভূঞাপুরে বাবার সাথে অভিমান করে মাদকসেবীর মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

মাদক সেবনের টাকা না দেয়ায় বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টাপর মোতালেব (৩৫) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লববাড়ী গ্রামের কাদের মিয়ার ছেলে।

আজ বুধবার সকালে ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- ‘বুধবার সকালে একটি বাঁশঝাড়ের পাশে এলোমেলো অবস্থায় শুয়েছিল। পরে ওই অবস্থায় নিকরাইল বাজারে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয়রা আরও জানান- ‘মোতালেব প্রায় সময়ই বল্লববাড়ীর রেললাইন এলাকায় মাদকাসক্ত হয়ে ঘুরাফেরা করতো। আজ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। পরে তার পরিবারকে জানালে তার এসে মরদেহ নিয়ে যায়।

এদিকে, ভূঞাপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক তদন্ত করেন। 

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান- ‘মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়ে তার বাবা। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদকসেবনে তার মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় কোন অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল