• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘আন্ডারগ্রাজুয়েড কারিকুলাম ডেভেলপমেন্ট’ কর্মশালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ মার্চ ২০২১  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সহযোগিতায় ‘আন্ডারগ্রাজুয়েড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় রসায়ন বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
 
কর্মশালায় প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে রিসোর্স পার্সন ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে. ওবায়েদুল হক।

এসময় রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল