• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

আদালত জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া ছাপড়া গ্রামের সোহেল রানার মেয়ে বিথী আক্তারের (১৬) সাথে তক্তারচালা গ্রামের এক ছেলের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার সততা পাওয়া মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়েটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে যায়। আমাদের যাওয়ার বিষয়টি ছেলে পক্ষের লোকজন খবর পেলে তাদের পাওয়া যায়নি। পরে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল