• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আজ ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাৎ বার্ষিকী প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে : প্রধানমন্ত্রী আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন

নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গোপালপুরে মতবিনিময়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের গোপালপুরে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগীতায় আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হেমনগর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ আ: রহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগররিক- সুজন গোপালপুর উপজেলা শাখা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, মানবাধিকার কর্মী আজমল খান, নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর উপজেলা সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কে.এম. শামীম, সাংবাদিক সেলিম হোসেন, ইউপি সদস্য মমতাজ বেগম, উপজেলার জাতীয় পার্টি সম্পাদক খন্দকার শহিদুল আলম, ইয়ূথ অ্যাম্বাসেডর এস. এম. ইমরান হোসেন ও সুজন ভূঞাপুর উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক হালিমুর রশীদ রিপন প্রমূখ।

অনুষ্ঠানে সেচ্ছাব্রতী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আঞ্জু আনোয়ারা ময়না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল