• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জমে উঠেছে সখীপুর পৌরসভা নির্বাচন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

জমে উঠতে শুরু করেছে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ও কার্যক্রম ততোই বাড়ছে। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজের পক্ষে টানতে ভোটারদের বাড়ি-ঘরে ছুটছেন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।
 
এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুই বারের সফল পৌর মেয়র, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ( নৌকা প্রতীক) , বিএনপি মনোনিত প্রার্থী নাসির উদ্দিন (ধানের শীষ ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব ( জগ প্রতীক ) নিয়ে তাদের পক্ষে পাড়া-মহল্লায় পোস্টারিং ও মাইকিং করতে দেখা গেছে।

এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
 
এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে কাউন্সিলর প্রার্থী আবু শামাকে ২ হাজার ও দুই সংক্ষিত কাউন্সিলর প্রার্থী আর্জিনা আক্তারকে ৫ হাজার এবং সাদিয়া আফরিন লতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সার্বক্ষণিক প্রার্থীদের গতিবিধি ও আচরণবিধি পর্যবেক্ষণ করছেন উপজেলা ও পুলিশ প্রশাসন।
 
প্রসঙ্গত: তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভায় ভোটা অনুষ্ঠিত হবে।এ পৌরসভায় মোট ২২ হাজার ৩৩৭ জন ভোটার । এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫৪৯ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৭৮৮ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল