• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ঘাটাইল শিক্ষকদের আনন্দ র‌্যালী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

গত ৮ সেপ্টেম্বর গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষকদের বহুদিনের আকাক্ষিত ও প্রত্যাশিত ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা করায় আজ ১২ নভেম্বর সোমবার বিকাল তিনটায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সকল বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধূ কন্যা ও গণপ্রাজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালী করেছে। 

আনন্দ র‌্যালীটি ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সামনে থেকে শুরু হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে ঘাটাইল উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবু। 

আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাশিস) ঘাটাইল উপজেলা শাখার সহ- সভাপতি মো. হাসান আলী, মো. বাবর চৌধুরী, মো. আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব সরকার, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: হেলেনা আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান তাং, মো. ইয়াসিন ইসলাম, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ খান, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ. বাছেদ আকন্দসহ উপজেলার সকল সহকারি শিক্ষকবৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল