• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে কার্যালয় বিহীন বিএনপি!

অস্তিত্ব সংকটে পড়েছে দলটি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

টাঙ্গাইলের ভূঞাপুরে কয়েক বছর ধরে উপজেলা বিএনপির কোন কার্যালয় না থাকায় দলের কর্মকান্ড নেই। একদিকে যেমন দলটি অস্তিত্ব হারাচ্ছে অন্যদিকে নেতাকর্মীরা হচ্ছে দলছুট। এমন অবস্থায় জোড়াতালি দিয়ে চলছে বিএনপির কার্যক্রম। অন্যদিকে উপজেলা বিএনপি দু’ভাগে বিভক্ত হওয়ায় দলীয় কার্যক্রম নেই। 

 

দলের একটি নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালেক মন্ডল ও অন্যটা ২১ আগস্ট মামলার অন্যদিকে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আব্দুস সালাম পিন্টুর ঘনিষ্ট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা দলের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিন যাবৎ দলের কোন কর্মসূচী পালন করছে বিএনপি। 

 

নেতাকর্মীরও হতাশ নেতাদের উদাসীনতায়। ফলে রাজনীতির মাঠে বিএনপি না থাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দলটি। জানা গেছে, উপজেলা বিএনপির একাংশের নেতৃত্বে মদদ দিচ্ছেন ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার ছোট ভাই কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উপজেলায় বিএনপির কার্যালয় না থাকায় বিভিন্ন চা স্টল,দোকান গিয়ে দলীয় কর্মকান্ড চালানো হচ্ছে।

 

 অন্যদিকে বিএনপির আরেকাংশের আব্দুল খালেকের নেতৃত্বে বিএনপিও একই পন্থ্যায় দলের কার্যক্রম করছে। দলের এমন কর্মকান্ডে হতাশায় পড়েছে নেতাকর্মীরা। অনেকে দল ছেড়ে বিভিন্ন পেশায় জীবন চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে দলের কোন কর্মকান্ড পালন না করায় ঝিমিয়ে পড়েছে দলের নেতাকর্মীরা। 

অনেক নেতাকর্মীই অলিখিতভাবে বিএনপি ছেড়ে আওয়ামীলীগের পক্ষে কাজ করছে। অন্যদিকে গোপালপুরেও বিএনপি বিভক্ত হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল