• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে ভূমিহীন ৪৭৫টি পরিবারকে দেয়া হয়েছে থাকার জমি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

বর্তমান আওয়ামী লীগ সরকারের সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। শুধু তাই নয় বিভিন্ন উন্নয়নের পাশাপাশি উপজেলার ভূমিহীন ৪৭৫টি পরিবারের বসবাসের জন্য বিনামূল্যে জমির বন্দোবস্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় তাদের জমির বন্দোবস্ত করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সরকারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের আন্তরিকতায় এই কার্যক্রম সফল হয়েছে। বিগত ৯বছরে ৪৭৫টি ভূমিহীন পরিবারকে জমির দেয়ার ব্যবস্থা করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। 

জমি বরাদ্দ পাওয়া একাধিক ভূমিহীন পরিবার জানায়, আমাগো থাকার জায়গা ছিল না। রাস্তার ধারে বসবাস করেছি। জমি কিনার টেহা পয়সা নাই। আওয়ামী লীগ সরকার আমাগো থাকার জমি দিয়েছে। তাদের দেয়া জমিতে অহন আমরা বসবাস করছি। 

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, সরকার ভূমিহীনদের আশ্রয়ের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রশাসন সেটা বাস্তবায়ন করেছি। উপজেলার ৪৭৫টি পরিবার উপকৃত হয়েছে। ভূমিহীনরা থাকার জায়গা পেয়েছে। তারা এখন আর ভূমিহীন নয়। বছরে ৪৮টি পরিবারকে খাসজমি দেয়ার কথা থাকলেও গত অর্থবছরে ৮৩টি পরিবারকে খাসজমি দেয়া হয়েছে। দূর্যোগপুর্ন এলাকায় ভূমিহীনদের এই বরাদ্দ অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল