• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

মির্জাপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে সদ্যপ্রাপ্ত নতুন মেয়র সালমা আক্তার (শিমুল) দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর এই প্রথম ডাস্টবিন স্থাপনের কাজটি তিনি করলেন। সালমা আক্তার শিমুল প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন এর সহধর্মিণী তিনি। তার স্বামীর প্রতি শ্রদ্ধা ও শেষ সৃতিচারণের  জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর  পৌরসভার নির্বাচনে  নির্বাচিত হন। মির্জাপুর পৌর সদরের বিভিন্ন স্পটে ময়লা আবর্জনার স্তোপ পরে থাকে। সেসব আবর্জনার কারনে অনেক দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে এই আবর্জনা সকলের কাছে নজরবিহীন ছিল।  তাই তিনি দায়িত্ব পাওয়ার পর এই কাজ প্রথম হাতে নেন এবং পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ২৫ টি ডাস্টবিন স্থাপন করেন।
এ বিষয়ে মেয়র সালমা আক্তার (শিমুল) বলেন, আমার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের পরিকল্পনা  ছিল  নগর  পরিস্কার পরিছন্নতা রাখার। আমি শুধু তারই স্বপ্ন বাস্তবায়ন করলাম পৌরসভার অর্থায়নের মাধ্যমে। আমি  কেবল মাত্র দায়িত্ব গ্রহন করেছি সবার কাছে সহযোগিতা চাই। বিগত কোন মেয়র এই ধরনের কাজ করেছে কিনা আমার জানা নাই। পৌরসভার মানুষের দুর্ভোগ যেন আর না হয় সেসব খেয়াল তিনি  রাখবেন বলেছেন। সামনে পৌরসভা কে আরো উন্নত করার জন্য এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল