• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে অবৈধপথে আনা ভারতীয় শাড়ি জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধপথে ভারত থেকে আনা দুই কাভার্ডভ্যান ভর্তি দুই কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা নামক স্থান থেকে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।

অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি ভর্তি কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা সদরের এরফান আলী গাজির ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে।
এ সময় কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করে। কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর থানায় জব্দকৃত শাড়ির সিজার লিষ্টের কাজ চলছিল। তবে শাড়ির আনুমানিক মূল্য দুই কোটি টাকার বেশি হবে বলে পুলিশ ও ব্যবসায়ীরা জানিয়েছেন।

মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির সিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শাড়ির মূল মালিককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল