• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ৩৬ শিক্ষকের টাইমস্কেল কর্তনের আদেশ স্থগিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষকের টাইম স্কেল কর্তন করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে টাইমস স্কেল কর্তনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস.এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (৩১ আগস্ট) এ আদেশ দেন।

টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা জাহান, সাহিদা খাতুন, শামীমা আক্তার, সালমা খন্দকার, হাসিনা মমতাজসহ ৩৬ জনের করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, রিট আবেদনকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে টাইমস্কেল সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হঠাৎ করে টাইম স্কেল বাতিল করে অফিস আদেশ জারি করেন। ওই আদেশে টাইমস্কেল বাবদ নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়। তাই ওই আদেশ বাতিল চেয়ে রিট আবেদন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল