• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে ভিন্ন ভিন্ন ২২ টি মামলায় ১১০০০ টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের মধুপুরে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে মুখে মাস্ক না পড়ার দায়ে জরিমানা করা হয়েছে। আর এই অপরাধে ভিন্ন ভিন্ন ২২ টি মামলায় কয়েকজনকে মোট ১১০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


 
বুধবার (১২ ই আগষ্ট ) বিকেলে মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেছেন।


 
আর এ বিষয়ে মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম. এ. করিম জানান, “মধুপুরে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরও মানুষের মাঝে কোনোরকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছেন না। মানুষ মাস্ক না পড়েই অহেতুক রাস্তায় ঘুরাফেরাও করছেন।”


 
তিনি আরও বলেন, “মধুপুরের ইউএনও’র নির্দেশক্রমে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকলকেই আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সচেতন করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”


 
এসময় অন্যান্যদের মধ্যে এসআই সুশান্ত সরকার, অন্যান্য পুলিশ অফিসারবৃন্দগণ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল