• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মেয়র ও চিকিৎসকসহ আরও ৩৩ জনের করোনা শনাক্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

টাঙ্গাইল জেলায় নতুন করে আরও ৩৩ জনের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার রয়েছেন।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল এলে এতে নতুন করে ৩৩ জন করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কালিহাতীতে ১ জন, মির্জাপুরে ১ জন, মধুপুরে ৮ জন, সখীপুরে ৩ জন, ঘাটাইলে ৯ জন এবং গোপালপুরে ১ জন রয়েছেন।

 

সোমবার টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।

 

সূত্র আরও জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭০ জন। এর মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী রয়েছে বাসাইল উপজেলায়।

 

জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ২৩২ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

 

করোনায় এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। এ ছাড়া মোট সুস্থ হয় ১ হাজার ২০৯ জন আর চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল