• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

সখীপুরে মসজিদের ইমামদের বাল্যবিয়ে না পড়ানোর আহ্বান ইউএনও‘র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জুন ২০২০  

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইমামদের বাল্যবিয়ে না পড়ানোর নির্দেশ দিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার সকল মসজিদের সভাপতিকে পাঠানো ইউএনও আসমাউল হুসনা লিজা স্বাক্ষরিত একটি পত্রে নির্দেশনা দেওয় হয়।

 

ওই পত্রে উল্লেখ করা হয়, উপজেলার প্রায়শই মসজিদের ইমাম ও মুন্সিগণ অপ্রাপ্ত বয়স্ক বর ও কনের কাবিননামা ব্যাতিরেকে অবৈধভাবে বাল্যবিয়ে পড়াচ্ছেন। এতে করে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাল্যবিয়ে শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হচ্ছে না। সখীপুরের কোন মসজিদের ইমাম ও মুন্সি বাল্যবিয়ের সাথে জড়িত থাকলে আইন অনুযায়ী অনধিক দুই বছর অন্যুন ৬ মাসের কারাদ- বা ৫০ হাজার টাকা অর্থদ- বা উভয় দন্ডে দন্ডিত হবেন এবং অর্থদ- অনাদায়নে ৩ মাসের কারাদ- এবং তাঁর নিয়োগ বাতিল হবে। ইমাম ও মুন্সি বাল্যবিয়ের সাথে জড়িত থাকলে উক্ত মসজিদের সভাপতিকেও এ দায়ভার বহন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়। এর ব্যত্যয় হলে সভাপতি ও মসজিদ কমিটির সকলকে আইনের আওতায় আনা হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এর থেকে বের হয়ে আসতে হবে। মুজিববর্ষে সরকার বাল্যবিয়ে শূণ্যের কোঠায় আনার জন্য কাজ করেছে। তাই যে কেউই বাল্য বিয়ের সাথে জড়িত থাকুক না কেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এসময় সখীপুরকে বাল্যবিয়ে শূণ্যের কোঠায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল