• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ভূঞাপুরে দুই জনকে কারাদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলায় যমুনা নদী‌তে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দা‌য়ে দুইজন‌কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার ১৯ জুন সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকা‌ন্দি এলাকায় অভিযান চালিয়ে দুইজন‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

 

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহু‌ড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছে‌লে মোজা‌হিদ (২৭) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছে‌লে আব্দুস ছালাম।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশের উপজেলার সিরাজকা‌ন্দির এলাকায় যমুনা নদী থে‌কে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ক‌রে আসছিলো ব্যবসায়ীরা। 

 

এ ঘটনায় শুক্রবার সকালে যমুনা নদী‌তে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের চালক ও কা‌র্গো ট্রলারের চালক‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল