• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুন ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ। টাঙ্গাইলের গর্ব এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছরের ন্যায় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বমোট অংশগ্রহণকারী ৫২জন শিক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫।

রোববার ৩১ মে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্যজনা গেছে। এতে বেশ আন্দন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা।


জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রহমান, আশিক, আনজুম, কোয়ারিব, উমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদুল্লাহ, নাফিস, আবিদ, সামি, রুশদি, ওয়াশিক, রিয়ন, মাহিবুল্লাহ, সিয়াম, কায়েস, মোবাচ্ছির, রিহাদ, আবির, সুষময়, রোহান, রোবায়েদ, জাহিন, আশরাফ, সারোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অর্জন, মাহ্ফুজ, তাসিন, মুহতাসিন, নাফিস, তানভীর, মোশারথ, হাসান, ওয়ালী, সাদমান, মনি।

এ বিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিবাবকদের আন্তরিকতায় এই ফলাফল আশাকরি পরবর্তী দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল