• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে বুরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মে ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান আজ থেকে শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে মির্জাপুরে খাদ্যগুদামে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষিকর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপ-খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান, সহকারি খাদ্য পরিদর্শক আবুল হাশেম প্রমুখ।

 

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ১ম ধাপে উপজেলার ১৫ হাজার কার্ডধারী কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন হাজার কৃষক ও মিলারদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১৪শ ২৭ মেট্রিকটন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২৬শ ৬৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু কথা থাকলেও কৃষকের তালিকা প্রস্তুতসহ ধান কাটা মারায়ে বিলম্ব হওয়াতে মির্জাপুরে ধান-চাল সংগ্রহ বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে। ফলন ভাল হওয়ায় স্থানীয়ভাবে ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা পুরন করা সম্ভব হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার জানিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল