• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে জেল-জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল- জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন ২০১৮ এর ২৫ এর ২ ধারায় ৪ দোকান ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আমির হোসেন সিদ্দিকীর ছেলে মোঃ শামীম সিদ্দিকী কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল