• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে ৭০পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০পিস ইয়াবাসহ শ্যামলী আক্তার সিমু (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। আলোচনা উঠেছে সিমু পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুর রহমান শিপনের কথিত স্ত্রী ।


 
শুক্রবার (১০ ই এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের কাকলী মোড় এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০১৮ সালের ১৮ আগস্ট ২০০ পিস ইয়াবাসহ এই নারীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। এছাড়াও ২০১৬ সালে ২২ শে জুন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন এই শ্যামলী আক্তার সুমি ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন। ওই মামলা সাজাও ভোগ করেন তারা।


 
তবে ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন সিমু নামের ওই নারী তার কেউ নয় বলে জানান। ২০১৬ সালে একটি মামলায় কারণে ওই নারীর সাথে তার নাম জড়ায় বলে তিনি দাবি করেন।


 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার ( ১১ ই এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ওই নারী নিজেকে কাউন্সিলর শিপনের স্ত্রী বলে পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল